কবিতা - একটু ভাবিস মাগো
ঢাকের পিঠে পড়লো কাঠি,
পুজোর শুরু জমজমাটটি-
তোর আবাহনে দূর হয়ে যাক-
দুঃখ-বেদনা লাজ।
শিউলি ফুলের গন্ধে আত্মহারা,
সাথে আছে ওই শুভ্র কাশ,
চারিদিকে পুজো পুজো গন্ধে-
ছড়িয়ে আছে খুশির টাটকা সুবাস।
তবুও মা কোথাও যেন-
খটকা লাগে মনে,
ভাবলে ওদের কথা,
যারা কাল ঘাম ছুটিয়ে দিন আনে।
তুই কি কখনো ভেবেছিস মা,
ঐ দুগ্গার কথা?
দুটো অন্নের জন্য যে-
প্রতিনিয়ত পায় ব্যথা।
আচ্ছা মা, বল দেখি তো -
দাঁড়িয়ে আছিস ঝলমল প্যান্ডেলে, অপরূপ সজ্জায়-
ধর্ষিতা মেয়েটি পথেঘাটেতে-
দাঁড়িয়ে আছে খুঁইয়ে নারীর লজ্জা।
আসল অসুর কারা তবে মা,
এই ধরনীর মাঝে-
মহিষাসুর বধ করলি তো মা,
শক্তি দে নিঃশেষ করি অমানুষ রুপী সেই অসুরগুলোকে।