Logo
logo

সাহিত্য / কবিতা

আগমনীর সুরে

পুজো মানে
শিউলীমাখা গন্ধে যখন,কাশফুলের ই দোল
মনের মাঝে বাজল তখন ঢ্যাংকুরাকুর বোল
অসুরদলনী,সিংহবাহিনী তুমি ই দশভূজা,
সবাই ভাবে আসবে কখন,আমার দুর্গাপূজা?
পুজো মানে,
নীল আকাশে পেজা মেঘের খেলা
ভোরের শিউলীরাশির সুবাস-সারাবেলা
কুমোরটুলীর নরম মাটির গন্ধে...মাতোয়ারা
পুজো মানে,
মনের সুখে মায়ের আরাধনা
সকাল সন্ধ্যা ধূপের গন্ধে পুজোর আয়োজন
পুজো মানে
নতুন জামা নতুন জুতো শারাদীয়ার বই,

পুজো মানে
তোমার প্রেমে আমি পাগল হই.....
পুজো মা চাইয়ে শুধু
মাগো চরণ রাখো সবার ঘরে
আঁধার ঘুচুক, শান্তি ফিরুক।
চোখের জলে বিদায় বেলায়,
চলুক বরণ সিঁদুর খেলায়।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com