Logo
logo

সাহিত্য / কবিতা

জন্মদিনে রবিঠাকুরের আনন্দমেলা

শৈশবের মায়ার নাম রবীন্দ্রনাথ,
কৈশোরের আবেগের নাম রবীন্দ্রনাথ,
যৌবনের আবদনের নাম রবীন্দ্রনাথ,
বার্ধক‍্যের অসহায়তার নাম রবীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথ মহাসাগরের অপর নাম,
সৃষ্টির ছোট ছোট নুড়িতে সাজানো রবীন্দ্রনাথ,
রবীন্দ্রনাথ আত্মীয় বিয়োগে কাতর অথচ কঠিন,
গুরুগম্ভীর স্নেহের পরশের নাম রবীন্দ্রনাথ।

প্রেম পূজারী রবীন্দ্রনাথ ভাঙাগড়ার সাক্ষী,
কাদম্বরী মৃণালিনীর রবীন্দ্রনাথ ভালোবাসতেন প্রকৃতি।
শান্তিনিকেতনে গাছের ছায়ায় শিক্ষকের প্রতীক রবীন্দ্রনাথ,
মিনি অমলের রবীন্দ্রনাথ রচনা করেছিলেন রূপকথা।

নাচ,গান,আঁকা,কবিতা,গল্প,নাটকের,
মূলমন্ত্র রবীন্দ্রনাথ,মন্ত্রমুগ্ধ শ্রোতা,দর্শক।
নোবেলজয়ী কবিগুরুর জন্মদিনে আকাশ ভাঙা আর্শীবাদে,
বৃষ্টির জলে গাঁথা মালায় দিলাম শতকোটি পু‍ষ্পাঞ্জলি।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com