Logo
logo

সাহিত্য / কবিতা

পঁচিশে বৈশাখ

হে রবি ঠাকুর!
আজ যে পঁচিশে বৈশাখ, তোমার জন্মদিন।
নয়ন মেলে চেয়ে দেখি মেঘের কোলে রোদ হেসেছে।
বাদল বিষাদ সকলই বিলীন নবরবিকিরণে,
আমার মাথা নত করি তোমার যুগল চরণে।

তোমায় সাজিয়েছি পুষ্প-মাল্যে,
চন্দনের আল্পনা এঁকেছি মনের মাধুরী মিশিয়ে,
শ্রদ্ধাঞ্জলি দিতে কথাডালি খুঁজে দেখি হায়,
তোমার সকল কথা আমারই কথা মনে হয়।
এমন দিনে কি গাইব আর কি শোনাবো বল!
দু'চোখ বেয়ে শান্তির বারি নেমে এলো।

প্রার্থনা করি হে ঠাকুর!
তোমার গান ও কথা যেন বিপদে আমায় রক্ষা করে,
সেইসঙ্গে সংকোচের বিহ্বলতা কাটিয়ে উঠতে পারি।
আগুনের পরশমণির ছোঁয়ায় এ জীবন পুণ্য হোক
তোমার পূজার ছলেই না হয় তোমায় স্মরণ করি।

প্রণাম ঠাকুর!
তুমি নব নব রূপে প্রতিদিন প্রতিনিয়ত প্রাণে এসো।
আমার সকল ভালোবাসা তোমার পানে যেন ধায়,
সূর্যের মতন তোমার প্রকাশ হোক শত শত বছর ধরে।
জন্মের প্রথম শুভক্ষণ উদযাপিত হোক সবার হৃদয় মাঝারে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com