Logo
logo

সাহিত্য / কবিতা

জীবনের ধ্রুবতারা

ওগো রবি ঠাকুর,
আজ যে তোমার জন্মদিন -
পঁচিশে বৈশাখ।
বৈশাখে এলেই মনে আনন্দের ঝড় প্রবাহিত, তোমার জন্মদিনে নিজেকে সাজাবো বলে উল্লাসিত ,
কবিতা ,গান ,নাটকের রমরমা
মাঠে-ঘাটে কত না মঞ্চ,
সাড়ম্বরে তোমাকে স্মরণ করা হবে।
ভুলে যাওয়া কত স্মৃতি মনের আয়নায় প্রতিফলিত
আজ যে পঁচিশে বৈশাখ।

যে বটবৃক্ষে ছত্রছায়ায় বাংলা সাহিত্য,
নিজেকে মেলে ধরেছে স্ব- মহিমায়,
অক্লান্ত প্রচেষ্টায় বিশ্বের দরবারে
দাপটের সাথে উড়িয়েছে দেশের বিজয় পতাকা।
হোক না বিদেশী শাসনাধীন
তবু দেশের মাটির সুগন্ধ ছড়িয়ে তো পরেছিল বিশ্বের দরবারে ।

আসলে তুমি তো অমূল্য সম্পদ আমাদের,
তুমি যে এক অনন্য সাহিত্যের খনি
যার মধ্যে লুকিয়ে রয়েছে শত শত গুণাবলী।
তোমার অনবদ্য সৃষ্টির যে নেই কোন তুলনা, তাই তোমার রচিত কবিতা গানে একঘেয়েমি আসেনা।

জানো রবি ঠাকুর,
বারবার জানতে ইচ্ছা করে তোমার কথা,
তোমার অন্তরে জমা ব্যথার গল্পগাঁথা।
কত কি না সহ্য করেছো তুমি!
তবুও তোমার লেখনী জুড়ে রয়েছে ব্যঞ্জাময় মধুরতা।
সমাজের অসহায় নিপীড়িত মানুষও
তোমার লেখনীতে প্রাণ পায় ।

তৎকালীন সমাজের চিত্র তব লেখনীতে প্রাণবন্ত,
তাই তো কবি তোমার নেই যে অন্ত।
তুমি তোমার মহিমায় প্রসারিত দিক হতে দিগন্ত,
তুমি এমন এক জীবনের ধ্রুবতারা
যে কেবল দিশাহীন যাত্রীদের পথপ্রদর্শক।
তুমি যে মোদের রক্ষক
সাহিত্যের দিক নির্দেশক।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com