মনের প্রতিলিপি
আমাদের দৈনন্দিন জীবন ও প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে অগণিত ঐশ্বর্য মণ্ডিত মুহূর্তের আনাগোনা যা ক্যামেরার লেন্সে বন্দি হয়ে যখন আমাদের কাছে উপস্থিত হয় 'ফটোগ্রাফি' রূপে ......... আমরা এককথায় বলতে বাধ্য হই "অসাধারণ". সেইরকম কিছু "অসাধারণ" মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রচেষ্টা. আশা রাখি বন্ধুরা তাদের লেন্স বন্দি "অসাধারণ " ফটোগ্রাফি আমাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরবেন.
আজকে আপনাদের সামনে রইল শ্রীমতির দরবার এর ফটোগ্রাফি বিভাগের প্রধান শ্রীমতি মহুয়া দাসের কিছু অনবদ্য ফোটোগ্রাফি