স্ট্রবেরি স্মুদি
উপকরণ:- স্ট্রবেরি- ১০ টি
দই-১ কাপ
মধু- ২ টেবিল চামচ
আইস কিউব- ৫ টি
স্ট্রবেরি কুঁচি- ১/২ কাপ
চিনি- স্বাদমতো
প্রনালী:- প্রথমে মিক্সিং জারের মধ্যে স্ট্রবেরি,দই ,মধু , চিনি ও আইস কিউব একসাথে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর একটা কাঁচের গ্লাসে কিছুটা স্ট্রবেরি কুঁচি ও মধু দিতে হবে।
তারপর আগে থেকে তৈরী করা স্ট্রবেরি স্মুদি টা গ্লাসের মধ্যে ঢেলে আবারও কিছুটা স্ট্রবেরি কুঁচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে স্ট্রবেরি স্মুদি।