Logo
logo

সাহিত্য / কবিতা

লহ প্রণাম

আমার সকল কিছুর মাঝে আছ তুমি বিশ্বকবি,
মনের সকল ওঠাপড়া তাই উজাড় করে রাখি।
একলা চলার সাহস জোগাও
যদি কেউ পাশে না থাকে,
আগুনের পরশমণির ছোঁয়া
জীবন পুণ্য করে রাখে।
পথভোলা ঐ পথিক হয়ে চলতে নেই যে বারণ
হিয়ার মাঝে লুকিয়ে থেকে মন যে করো হরণ।
বাউলের একতারার সুরে মন হারিয়ে যায়,
গ্রামের ঐ রাঙামাটির পথ বারবার ডাক দেয়।
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে অগ্রগামী মন,
বাংলার মাটি,বাংলার জলে দেশাত্মবোধে মন।
বীরপুরুষের বীরত্বে আজ মায়ের রক্ষাকবচ,
মনের সকল ভাবপ্রকাশই তোমার মাঝে সহজ।
দাঁড়িয়ে আছি সত্যি আমি তোমার গানের ওপাড়ে,
প্রেম,বিরহ,বীরত্ব,সুখ দুঃখ তোমায় সমর্পণে,
তোমার পূজার ছলে তোমায় ভুলতে নাহি পারি,
বাঙালী হৃদয় দুহাট খোলা তোমার জন্য কবি
তুমি বাঙালীর চিরসাথী , বাঙালীর মন প্রাণ,
আজিকে প্রভাতে,হে বিশ্বকবি তোমাকে স্বশ্রদ্ধ প্রণাম।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com