Logo
logo

সাহিত্য / কবিতা

স্মরণে কবিগুরু

২৫শে বৈশাখ এলে তুমি আলো করে মাতৃক্রোড়,
ভুবন মাঝে ছড়িয়ে পরল তোমার কিরণ।
অসীমের মহাকাশে তুমি ধ্রুবতারা,
সপ্ত ঋষির এক নক্ষত্র তুমি-
ছন্দ তাল লয় সুর দর্শন মিলিত তোমার সম্পদ।
তুমি যে গো সাহিত্যের মহাসাগর,
তোমার বুকে যে আছে রত্ন আকর-
এ ক্ষুদ্র জ্ঞানে মোর নেইকো ক্ষমতা-
তোমার রচনা বর্ণনা করিবার।
গীতাঞ্জলি কাব্য তোমার জীবনের শ্রেষ্ঠ অবদান,
নোবেল জয় করে বাড়ালে দেশ ও জাতির সম্মান।
তুমি দার্শনিক তুমি শিক্ষাবিদ তুমি চিত্রকর,
তোমার প্রতিভা ছড়িয়েছে সারা বিশ্ব চরাচর।
তোমার তুলনা শুধু তুমি জানি-
হে প্রিয় বিশ্ব কবি হে সুন্দর হে অনুপম,
কত সুন্দর গান যে তোমার শুনে ভরে ওঠে এ মন।
নাচ গান আবৃত্তিতে মুখরিত আজ গগন,
হে বিশ্বকবি হে রবি ঠাকুর লহ মোর সশ্রদ্ধ প্রণাম।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com