Logo
logo

সাহিত্য / কবিতা

মন আকাশের কবি রবি

জীবন মরণের সীমানা ছাড়ায়ে,,,
বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে "।

আমাদের জীবন ও মননে জড়িয়ে আছেন, প্রাণের ঠাকুর সম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আকর্ষ বিহীন জীবন লতা গাছের লাঠি হলেন__রবি কবি।এই জগতের যতো দুঃখ,সুখ,,বিরহ,,মিলন ,প্রকৃতি___সর্বত্রই রবি কিরণে আলোকিত ।আমাদের ভাবনার জগতেও ,,মায়াবন বিহারিনী র মতো তাঁর নিঃশব্দ উপস্থিতি পরি লক্ষিত হয়।জীবনের হতাশার পাঁচিল ভেঙে পড়ে তাঁরই ভাবনায় সৃষ্ট ফসলের আঘাতে। "আমার মুক্তি ধুলায় ধুলায়"___আবেগী মন সঠিক পথে চলার দিশা যে পায়। তাঁর রচিত গ্রন্থ সমূহ পাঠে, মনের যত গ্লানি,,দ্বিধা,,সংশয় দূর হয়ে যায়। ভেবে আকুল হই __কি ভাবে একজন মানুষ ,,,প্রতিটি মানুষের বিষাদ,,বেদনা,,আনন্দময় জীবনে ঢুকে পড়েন ?মনের অলি _গলিতে তাঁর নিত্য আনাগোনা । গান,,কবিতা,, গল্পে __আমরা যেনো আমাদেরই খুঁজে পাই । তবে কি তিনি দার্শনিক ও ছিলেন ?
হবে হয়ত,,, ফ্রয়েড তত্ত্বে মেলালে__সেখানেও দেখি গুরুদেবের উপস্থিতি,,"তবু মনে রেখো"___ছত্র যে চোখে ভাসে।।
প্রতিদিনের রোজ নামচায় ,,,"আজি এ প্রভাতে রবির কর,,থেকেশুরু হয় তাঁর নাম নিয়ে ভাবনায় এলোমেলো পথ চলা।নিত্য কর্মের অবসরে যখনই 'মন খারাপের জানলায় ',,বসি দৃষ্টি চলে যায় অতীতের অ্যালবামে,,,দু চোখে নেমে আসে যত না_পাওয়ার বেদনার পানসে অশ্রুজল,,,, তখনই মন জুড়ে চলে আসে কবি রবি। তাঁর ওই অমোঘ বাণী,,,"ভালোবাসার সার্থকতা ভোগে নয়,ত্যাগে আসে",,,,আমার দিন হারানোর বেদনা ঘুচিয়ে দেয়। শত যন্ত্রণার মাঝেও ,এক চিলতে আনন্দে তাঁকে স্মরণ করেই গেয়ে উঠি,,,"জীবন যখন শুখায়ে যায়, করুণা ধারায় এসো"। অন্তর থেকে ধ্বনিত হয়,,, "হে গুরুদেব, তুমিই আমাদের অবলম্বন,পথ প্রদর্শক। তোমার স্মরণের মধ্য দিয়েই খুঁজে ফিরি আমাদের উত্তরণের পথ। যদিও ,,"নয়ন তোমায় দেখিতে পায় না,রয়েছো নয়নে নয়নে,,,,"।।
শুধু কি জীবনের রোজ নাম চায়,,?,,,,তিনি তো বিরাজমান প্রেম ও প্রকৃতির ও সাথে। আমরা খুঁজে মরি,,"নিভৃত প্রাণের দেবতাকে"___প্রকৃতির মাঝে। তাঁর গান ও প্রকৃতিকে মনের ভাবনায় মিল খুঁজে পাই__দুটি যেনো চির সখা । প্রেম বিরহ ,,ভালবাসা__তাঁর জাদুকাঠির ছোঁয়ায়,,,আমাদের অগোছালো জীবনে নতুন রূপে বিরাজমান। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ,,,তাই তো এই জগতে ,, প্রেমহীন হয়েও ভালবাসা প্রবাহমান,,।সম্মান ও ভালবাসা___একই প্রেম মুদ্রার দুই পিঠ। আজও তাই,,,"আনন্দধারা বহিছে ভুবনে"।।
" ,,,,,ঝর ঝর বাদল দিনে"___প্রকৃতির সাথে মন জুড়েও বইতে থাকে রবি কাব্যের ধারা। মন আকাশে বিদ্যুৎ ঝিলিকের মত উদয় হয় তাঁর গান,কবিতা___সহস্র দুঃখের মাঝেও অশান্ত বাড়ি ধারায় হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে। তাই এই বয়সে এসেও ,,বৃষ্টি তে ভিজে,,,মনে জাগায় ভীষণ সুখ।
আজকে এই সময়ে এসে,,জীবনের শেষ প্রান্তের ছবিও ধরা পরে বৈকি। তখন গুরুদেবের চিরন্তন বাণী,,,"আছে দুঃখ,আছে মৃত্যু",,,,, জীবন মেরুদন্ড কে ন্যুব্জ হতে দেয় না।"মরণ তুহু মম শ্যাম,,",,,,ভাবতে শেখায় জীবন ও মৃত্যু,, পরস্পরের পরিপূরক।আমি ভয় করবনা,,,,,,যতই আমার আমার করি,,,কিছুই থাকবে না,রয়ে যাবে কিছু স্মৃতি ও অবিনশ্বর ভালবাসা।এটাই রবি কাব্যের সারমর্ম,,এটাই বাস্তব ।।
এ জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে বুঝেছি___"জীবন সাহিত্য জগতে,রবি নামক বটবৃক্ষের ছায়া কত মূল্যবান। টাকা পয়সা,, ধন দৌলত,,এই ছাযার কাছে তুচ্ছ। একে না পারি সরাতে, না পারি হারাতে। হতাশা গ্রস্ত জীবনকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে নতুন করে বাঁচতে শেখায়। মন প্রাণ জুড়ে তিনি যে বসে আছেন । সেই রবি ছায়া আঁকড়ে এই আমি বেশ আছি।।
তাই আমার মননে, ভাবনায় এবং উপলব্ধিতে__চির ভাস্বর থাকুন,,,,রবীন্দ্রনাথ ঠাকুর।।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com