বৃষ্টি এক অনাসৃষ্টি
আকাশ হঠাৎ মেঘলা হলো!
নামলো জোড়ে বৃষ্টি।
আবেগী প্রেমের জলছবিতে,
হারিয়ে ফেলি দৃষ্টি।
আজ সারাদিন বৃষ্টি ফোঁটায়,
মেঘের অভিমান।
মাটির বুকে জলের ফোঁটা,
জাগায় মনের টান।
বোবা মনের অনুভূতি যত,
বাষ্প হয়ে পথ হারায়।
জমে থাকা সব কান্নাগুলো,
ঝরে পরে,অঝোর ধারায়।
সবুজ পাতায় জলের ফোঁটা,
টুপটাপ ঝরে পরে।
মন কেমনের জমা কষ্ট গুলো,
সেজে ওঠে থরে থরে।
ভেজা পাতায় পিছলিয়ে যায়,
যতো ভাবনার কথাকলি।
বৃষ্টির সাথে রঙ মিশিয়ে,
প্রেমের সৌধ যে এঁকে চলি ।
ঝাপসা জলে আবছা মুখ,
মনে জাগায় ভীষণ অসুখ।
ঝরে পরা এই অঝোর বাদলে,
কিছুটা হারাই, আর কিছুটা জমাই,
আবেগী প্রেমের রঙিন আঁচলে।।
বৃষ্টি আমার দৃষ্টি হারায়,
আছে লেখা চিঠি ভিজে গাছের পাতায়।
জলের ধারায় কিছু মুছে যায়।
হৃদয়ের বন্ধ খামে,
রাখি তারে প্রিয় নামে,
হারিয়ে ফেলেছি, একদিন যারে!
আজ বৃষ্টির সাথে সে আসুক না হয়,
আমার এই মন কেমনের দ্বারে।।
কালো মেঘের ঝিলিক দেখি,
জীবনের জলছবি বুঝি দেয় আঁকি,
আর কখনও না পাই যদি!
শুকিয়ে যাবে এই অশ্রু নদী।
ভাবনার স্রোতে জমবে পলি,
মরণ নিয়ে না হয় খেলব হোলি।
ওপারের ডাক যদি চলে আসে,
তখন সাজিয়ে দিও মোর মরণ চিতা,
এক মুঠো রজনীগন্ধার সুবাসে।।