বৃষ্টির টানে
শুকনো নদীটাকে দেখে সবাই বলে ওর বড় দুঃখ,
আবার ভরা বর্ষায় উথালি পাথালি স্রোত দেখে - অনেকে বলে 'ওর আনন্দ হয়েছে'।
কিন্তু ওর শরীর জুড়ে জ্বলে তীব্র আগুণ!
বর্ষায় প্রাণ পাওয়া জলে ও অনুভব করে এক গভীর টান।
এই টান ও কে সবসময় সজীবতা দেয়।
ভালোবাসার কথা, বৃষ্টিস্নাত দিনে
মনে পরলে ওর চোখ বুঁজে আসে,
আবার মনে জ্বলতে থাকে আগুণ-
তখন সেই বৃষ্টিস্নাত মন ওর ভিতরে দেয় ডুব;
বৃষ্টিভেজা মন নিয়ে ভেসে ওঠে বাইরে!
ওর ভালোবাসা নীরব নীল দুঃখ কুচি হয়ে বৃষ্টির সাথে ঝরে পরে।
তবু ওর বুক ধিক্ ধিক্ ক'রে জ্বলে
জ্বলতেই থাকে ।।