Logo
logo

সাহিত্য / কবিতা

রঙবদলের বৃষ্টি

ফুঁসছে নদী,চারিদিকে জল,
গওহর চাচার মাথায় হাত!
অসহায় ভঙ্গিতে বসে আছে চাচা!
সংসার ভাসছে জলে!
সঙ্গে ছোট্ট মেয়ে ফুলি।

এদিকে,ছোট্ট রিনির আজ রেনি ডে!
নো হোমওয়ার্ক,গুছানো বই খাতা।
মা খিচুড়ি রান্না করছে,রিনির ফেভারিট;
কাগজের নৌকা ভাসছে জলে!
সেই দেখে রিনির আনন্দ আর ধরছে না।

কিন্তু ফুলি এখনও আসছে না কেন?
গওহর চাচা কি তবে আসবে না আজ?
ঠিক এই মুহুর্তে ফুলি কি করছে?
এতো সুন্দর ওয়েদারে ফুলি আসলে
কতো মজাই না হতো!
ভাবছে আদরিণী ছোট্ট রিনি।।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com