Logo
logo

সাহিত্য / কবিতা

স্বাধীনতার খোঁজে

সালটা ছিল ১৯৪৭
১৫ই আগস্টের ভোরের সূর্য ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
তার আগের দিন মধ্যরাতে দেখেছিল পৃথিবী অবাক চোখে
কিভাবে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ভারতবর্ষ, আমাদের ভারত মাতা।
সালটা ২০২৪
৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে
মধ্যরাত দেখল পাশবিক পরাধীনতার বীভৎসতার বিরুদ্ধে অলি-গলি-রাজপথে রুখে দাঁড়ানো অসংখ্য কন্যা-ভগ্নি-মাতা।
মুষ্টিবদ্ধ হাত, সরব কণ্ঠের জোরালো আবেদনে
পায়ে পা মিলিয়ে খুঁজছে 'নারীর স্বাধীনতা'।
ধূসর মধ্যরাত ভোরের সূর্যের প্রতীক্ষায় উৎকণ্ঠিত
আকাশে বাতাসে প্রত্যেকের অন্তরে প্রশ্নটা থেকেই যায়
আর কতটা পথ নর-নারী একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটলে পরে প্রমাণিত হয় নারীরা মাংসপিণ্ড নয়।
সমস্ত আগাছা মুক্ত করে পৃথিবীর অর্ধেক আকাশ জুড়ে নারীরা বাঁচার আশায় আজও স্বাধীনতার খোঁজে!

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com