Logo
logo

সাহিত্য / কবিতা

রবির কিরণে

আমার জন্ম বোলপুর শান্তিনিকেতনে। ছোট থেকে শান্তিনিকেতনে বড় হয়েছি , কিন্তু শান্তিনিকেতনে বড় হওয়া সত্ত্বেও আমার কখনো বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয় পড়াশোনা করার সুযোগ হয় নি। ছোটবেলায় শান্তিনিকেতনে চান্স পেলেও আমার দাদু বলেছিলেন "এত দূরে না ভর্তি করবে? কখনো কিছু হলে, যেতে যেতেই সময় চলে যাবে । তার থেকে বাড়ির কাছে ভর্তি করা ভাল।" স্কুলটা আমাদের বাড়ি থেকে একটু দূর ছিল। আমি ছিলাম দাদুর নয়নের মণি। শেষপর্যন্ত দাদুর কথা মত বাড়ির কাছের স্কুলে ভর্তি হই। তারপর এলো কলেজ । তখন খুব চেয়েছিলাম বিশ্বভারতীতে ভর্তি হতে কিন্তু দুর্ভাগ্যবশত আমি তখনও ওখানে পড়াশোনা করতে পারিনি। কিন্তু ছোট থেকে রবীন্দ্রনাথের লেখা গল্প ,কবিতা ,গানে ,আবৃত্তি তে বড় হয়েছি। আমার বাবার কাছে রবীন্দ্রনাথের প্রচুর বই আছে, বাবার বই এর খুব নেশা। পড়তেও খুব ভালোভাসেন, আর সেখান থেকে আমার ও এই নেশা শুরু হয়। ছোট থেকে বিভিন্ন বই এর সাথে রবি ঠাকুরের গল্প ,কবিতা, নাটক আমাকে বিশেষ আকর্ষণ করত। রবীন্দ্রনাথের "কাবুলিওয়ালা" গল্পে বাবা মেয়ের কী সুন্দর মিষ্টি সম্পর্ক। তারপর "দেনা পাওনা" গল্পে পণের দায়ে বিয়ে ভেঙে গেলেও নিরুপমার স্বামী সেটা প্রতিবাদ করে নিরুপমাকে বিবাহ করেন। তারপর "চন্ডালিকা" নৃত্যনাট্যে "জাত - পাতের উপরে মানুষ সত্য, মানুষের কোন জাত হয় না" - কী সুন্দর ভাবে রবি ঠাকুর বুঝিয়েছিলেন। তারপর এলো গান। মা এর কাছে রবি ঠাকুরের গান শুনে বড় হওয়া। প্রত‍্যেকটা গানে রবি ঠাকুর যেন আমাদের মনের কথাগুলো লিখেছেন। সুখে,দুঃখে, ভয়, বিপদে রবি ঠাকুরের গান আমাদের মনের ভিতরে থেকে গেছে। রবি ঠাকুরের গান পুজোতে, কীর্তনে, প্রেমে ও দুঃখেও যেন জড়িত। বাংলা সাহিত‍্য নিয়ে যখন পড়া শুরু করি এবং তারপর যখন এম.এ তে স্পেশাল পেপারে রবীন্দ্র সাহিত‍্য নিয়ে পড়া শুরু করি তখন রবি ঠাকুরকে আরও জানতে পারি।
এরপর বি.এড কোর্সে ভর্তি হই। শান্তিনিকেতন বি.এড ট্রেনিং ইনস্টিটিউটে। সেখানে ভর্তি হয়ে আমি যেন আমার না পাওয়া সব ফিরে পাই, ফিরে পাই রবি ঠাকুরের সংস্পর্শ। প্রথমে শুরু হত রবি ঠাকুরের পূজা পর্যায়ের গান, তারপর রবি ঠাকুরের লেখা কিছুটা অংশ পাঠ। প্রত‍্যেকদিন একজন করে পাঠ করতো, সেই সুবাদে আমিও অনেকবার পাঠ করেছি। কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ কত গাছপালা, রবি ঠাকুর তো এটাই চেয়েছিলেন প্রাকৃতিক পরিবেশে পড়াশোনা। যেন প্রত‍্যেকটা ঋতু পরিবর্তন নিজের চোখে দেখা যায়।
সব শেষে এটাই বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেন আমাদের প্রত‍্যেকের মনে বিরাজ করেছেন। প্রত‍্যেকের কষ্ট, আনন্দ সবই যেন আগে থেকেই জানতেন। সেইজন‍্যই উনি আমাদের প্রাণের মানুষ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com