Logo
logo

ঘরে-বাইরে / লাইফস্টাইল

নমস্কার মহিলাগণ: মহিলাদের আর্থিক স্বাধীনতা

ভারতীয় প্রেক্ষাপটে, পুরুষরা পরিবারের একমাত্র রোজগেরে হওয়ার দরুন সম্মান পেয়ে থাকেন। কিন্তু বাস্তবে পরিবারের মহিলারা যারা এই পুরুষদের সহায়তা করার পাশাপাশি তাদের পেশাগত দিক সামলে গৃহস্থালির সব কাজকর্মও করে থাকেন অতি সহজেই। কিন্ত তা সত্ত্বেও তাদের পুরুষদের তুলনায় নিকৃষ্ট হিসেবে গণ্য করা হয়। কারণ তাদের আর্থিক অবস্থা তাদের নিয়ন্ত্রণে থাকে না।

যে সব মহিলারা আর্থিক দিক থেকে স্বাধীন, তারা নিজেদের জীবনের সব সিদ্ধান্ত নিজেরাই নিয়ে থাকেন এবং তাদের সিদ্ধান্ত অন্যদের দ্বারা কোনোভাবেই প্রভাবিত হবে না। তারাই সম্মান এবং স্বাধীনতা পান সমাজে। অতএব, এটা স্পষ্টভাবে বলা যায় যে, মহিলাদের আর্থিক স্বাধীনতাই হলো সম্ভবত সর্বপ্রথম বিষয় যাতে তাদের ভাবা উচিত যে- অর্থ বাঁচাও এবং এই অর্থই তোমাকে বাঁচাবে।

আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি, যে সকল মহিলারা শুধুমাত্র গৃহবধূ, তারা আয় উপার্জন করেন না ঠিকই , কিন্তু স্বামীর স্বল্প রোজগার থেকে অল্প অল্প করে সঞ্চয় করে কষ্টসাধন করে জীবন সংগ্রামের পথে এগিয়ে চলে। সেই সঞ্চয় তাদের আগামী দিনে সুখের তাজমহল গড়ে তুলতে সাহায্য করে।

আবার এও দেখা যায়, যে সকল মহিলারা স্বনির্ভর, এককথায় রোজগেরে গিন্নি, যাদের জীবন যাপন স্বামীর আয়ের ওপর নির্ভর করে না, তাদের নিজেদের বেহিসেবি খরচ ও ব্যয়বহুল সামগ্রী ক্রয় ইত্যাদির জন্য তারা কোনোরকম ভাবেই সঞ্চয় করতে পারেন না। সেই জন্য রোজগেরে হয়েও তাদের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত থাকে। তারা সঞ্চয়ের নিয়ম কানুনই জানি না।

অতএব, আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে , রোজগেরে হলেই সঞ্চয়ী হওয়া যায় না, সঞ্চয়ী হতে গেলে দরকার সঞ্চয়ের উপায় সম্পর্কে ধারণার বিকাশ।

বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় অতি বিষম বস্তু হয়ে পড়েছে। আয় বেশী হোক বা কম, সঞ্চয় অবশ্যম্ভাবী।

এই সকল কথা মাথায় রেখে শ্রীমতি দের সঞ্চয়ের বিভিন্ন উপায় অবগত করার জন্য বিভিন্ন আলোচনা শুরু হতে চলেছে "শ্রীমতিদের সঞ্চয়ের সাতকাহন" বিভাগে

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com