Logo
logo

গল্প / কাহিনী

প্রবন্ধ - অসামান্য নারী

শিক্ষা দান করেন নারী।নারী বন্দনা করে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন,
এ বিশ্বে যত ফুটিয়েছে যত ফুল ফলিয়াছে তত ফল। নারী দিল তাতে রূপ, রস, গন্ধ মধু সুনির্মল। শিশুরা জাতির আগামী দিনের ভবিষ্যৎ
কর্ণ ধার শিশুকে সঠিকভাবে গড়ে তোলার ব্যাপারে পিতার থেকে মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামাজিক আচার আচরণ শিখিয়ে মা কোমল মনকে ভালো পথে চালিত করতে সাহায্য করেন। সামাজিক আচার আচরণ শিখিয়ে মা সন্তানকে সমাজের একজন যোগ্য মর্যাদাবান মানুষ হিসেবে গড়ে তোলেন। মা জাতি গঠনের সুদক্ষ কারিগর। তাই নেপোলিয়ন বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দেও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী আর অর্ধেক তার নর। নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী, স্পিকার, মুখ্যমন্ত্রী বিরোধী দলের প্রধান একজন নারী। দেশ জাতি সমাজ এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে অধিকার আদায় রাজপথে নেমে আন্দোলন করেছেন।শিক্ষা মানুষের আত্মবিশ্বাস বাড়ায় ভালো চাকরি পাওয়ার সক্ষম পুরুষদের সাথে একই সারিতে দাঁড়িয়ে কাজ করেন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com