Logo
logo

গল্প / কাহিনী

ভৌতিক গল্প:- ম্যাজিক 

রবিঠাকুরের মৃত্যুদিনে তাঁকে স্মরণ করে পাড়ায় বিরাট জলসার আয়োজন করা হয়েছে। রবীন্দ্র ভবনে জলসা হবে।  বিশিষ্ট শিল্পীরা বিনা পারিশ্রমিকে অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানের টিকিট বিক্রির টাকা যাবে বন্যাত্রাণে।

উদ্যোক্তা বলাইবাবু চান ডি.ডি কে আনতে। তিনি একাধারে  ম্যজিসিয়ান, মিমিক্রি শিল্পী, এছাড়া গানও ভাল করেন। তার মত শিল্পীকে আনতে পারলে সব টিকিট বিক্রি হয়ে যাবে। কিন্তু বিনা পারিশ্রমিকে তিনি কি রাজী হবেন?

ভাল নাম তাঁর দেবীপ্রসাদ দাস, তার থেকে দেবী দাস। তবে মানুষের ভালবাসার ডাক ডি.ডি। এবার বন্যায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডি.ডি তা জানেন, তাই এই মহৎ উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে ম্যাজিক দেখাতে তিনি রাজি উদ্যোক্তাদের আশ্বস্ত করে ডি.ডি বললেন, কথা দিয়ে কথার খেলাপ তিনি করেন না! নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছে যাবেন।

রবীন্দ্রনাথের মৃত্যুদিনে জলসায় ম্যাজিক হবে! ডি.ডি যদি গান করতেন সেটা বেশি ভাল হত না, সবাই বলাবলি করতে লাগল! কেউ কেউ বলল, ডি.ডি যখন আসছেন বাইশে শ্রাবণের উপযোগী অনুষ্ঠানই তিনি করবেন, চিন্তা করিস না!

অনুষ্ঠানের দিন নির্দিষ্ট সময়ের আগেই ডি.ডি র আসার কথা, কিন্তু আসছেন না কেন?বলাইবাবু চিন্তিত। পূর্ববর্তী বিশিষ্ট শিল্পী অনুপমা দেবী উদ্যোক্তাদের অনুরোধে তাই একটু বেশিক্ষণ গান করছেন.... দূরে কোথায় দূরে দূরে.....।

ইতিমধ্যেই ডি.ডি এসে পৌঁছালেন। একটু উস্কোখুস্কো চেহারা! তিনি বললেন, বেশিক্ষণ থাকবেন না! একটা ম্যাজিক দেখিয়েই চলে যাবেন। বলাই বাবুর কট্টর সমালোচক ছোটন বলল, বিনে পয়সায় এর বেশি কি হবে!

ম্যাজিক শুরু হল। ডি.ডি র নির্দেশে সব আলো নিভে গেছে। মঞ্চে একটাই চেয়ার। সব আলো ওই চেয়ারের উপর! ডি.ডি চেয়ারের উপর দিয়ে  কালো একটি জোব্বা ঘোরালেন! সবাই তন্ময় হয়ে দেখল, সেই কালো জোব্বাটি পরে  চেয়ার বসে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর চোখ বন্ধ। তিনি গান ধরেছেন, তবু মনে রেখো...... এ যে রবিঠাকুরের কন্ঠ..... সবাই বিস্মিত, বিমোহিত। গান শেষ হলে সবাই সম্বিত ফিরে পেলেন! ততক্ষণে মঞ্চের পর্দা নেমে গেছে!

হঠাৎ বলাইবাবুর মোবাইলের দিকে চোখ গেল, ম্যাসেজে পর ম্যাসেজ... একি দেখছেন তিনি! এদিকে হলের ভিতর কয়েকজন বাইরের লোক ঢুকে কি যেন বলছে! সবাই সেদিকেই তাকিয়ে আছে হাঁ করে! ওরা বলছে আধঘন্টা আগে নাকি পথ দুর্ঘটনায় ডি.ডি মারা গেছেন! বলাইবাবু ছুটে গেলেন মঞ্চের ভিতর! দেখলেন চেয়ারের উপর সেই কালো জোব্বাটা! কিন্তু ডি.ডি নেই! কোত্থাও নেই! তিনি যেন ভ্যানিশ হয়ে গেছেন!

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com