Logo
logo

গল্প / কাহিনী

ভৌতিক গল্প  -  বন্ধন

ঘুমের মধ্যেই কেমন একটা অস্বস্তি অনুভব করল তিমির। একটু বেশিই যেন ঠান্ডা লাগছে। কপালে একটা শীতল স্পর্শ ঝট্ করে ঘুমটা ভাঙিয়ে দিল তিমিরের! দেখল একটা কাঁচের গ্লাসে জল নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে মৃদুলা, যেমন করে প্রতি সকালে ঘুম থেকে ওঠার মূহুর্তে সে এগিয়ে দিত জলের গ্লাস! কিন্তু সকাল তো এখনো হয়নি! খালি গ্লাস ফিরিয়ে দিতে গিয়ে মৃদুলার হাতের স্পর্শে ওর হাতটা বেশ কনকনে ঠান্ডা মনে হল তিমিরের। কপালে কি এমনই ঠান্ডা অনুভব করেছিল তিমির, ঘুমের ঘোরে?
ঘুমের রেশটা এতক্ষণে কাটল তিমিরের। বিছানার দিকে চোখ ফেরাল সে। বিছানায় তার পাশে তো পুনম ছিল! আরে, এই ভোররাতে পুনম গেল কোথায়? কাল থেকেই তো থাকতে শুরু করেছে সে। আর মৃদুলা কখন এল! সে তো চলে গেছিল সব সম্পর্ক ত্যাগ করে! সে চলে গেল বলেই তো পুনমকে নিয়ে এল তিমির। সেই কলেজ বেলার সম্পর্ক পুনমের সাথে। বাবার জোরাজুরিতেই মৃদুলাকে বিয়ে করতে বাধ্য হয় সে!
ডিভোর্স না দিলেও আর ফিরবে না বলেছিল মৃদুলা। তাহলে কি সে আবার ফিরে এল! কিছুতেই কি ওর হাত থেকে মুক্তি নেই!
কিন্তু পুনম কোথায়?
পুনম! পুনম! ডাকতে থাকে তিমির।
....পুনমকে আমি তাড়িয়ে দিয়েছি! এটা আমার সংসার, আমি থাকব! অদ্ভুত একটা হাড় হিম কঠোর স্বরে বলল মৃদুলা! কিন্তু..... কিছু একটা বলতে গিয়েও থমকে গেল তিমির।
টুং টাং মোবাইল বাজছে! পুনমের ফোন।
মোবাইলটা নিয়ে বাইরে এল তিমির! বলল, আমাকে না বলে কোথায় চলে গেলে? তুমি তো একবার আমায় ডাকতে পারতে!
পুনম বলল, মাঝরাতে একটা কনকনে ঠান্ডা হাত হিড়হিড় করে খাট থেকে টেনে নামাল আমাকে! চিৎকার করার শক্তি হারিয়ে ফেললাম! এ তোমার বউ, না কোনো অশরীরী আত্মা! চুলের মুঠি ধরে আমাকে বের করে দিয়ে দোর দিয়ে দিল!
কি যা তা বলছ! তিমির ফোনটা কেটে দেয়।
এই পাহাড়ি অঞ্চলে শীতের দাপট অনেকটাই বেশি। বাইরে থেকে এসেছে তাই হয়তো মৃদুলার হাতটা এত ঠান্ডা, কিন্তু এত ভোরে কিভাবে ও ঘরে এল! এইসব ভাবতে ভাবতে ঘরে ঢুকে তিমির যা দেখল...তাতে তার ভিরমি খাওয়ার অবস্থা! সে দেখল, ফায়ারপ্লেসে জ্বলন্ত কাঠের মধ্যে হাত পা ঢুকিয়ে বসে আছে মৃদুলা!
তিমিরকে দেখেই ছুটে এসে সে বলল, আমার হাতটা কি এখনো ততটাই ঠান্ডা! বলোনা গো! বলোনা!
একটা হিমশীতল হাতের স্পর্শে তিমির এখন যেন অসাড় হয়ে পড়ল!
পুলিশের ডাকে চেতন ফিরলে, তারা জানাল খাদে পড়ে গিয়ে মৃদুলার মৃত্যু হয়েছে! কিন্তু কেউ না দেখলেও তিমির দেখল টেবিলে খাবার সাজিয়ে মৃদুলা তাকে খেতে ডাকছে!

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com