Logo
logo

বিউটি ও ফ্যাশন

শ্রীমতীর রূপটান

বাঙালির বারো মাসে তোরো পার্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা। আর মাত্র কয়েকদিন পরে ধুমধাম করে পালিত হবে দোল উৎসব। এই সময়টাতে চাই ত্বকের বাড়তি যত্ন।

চুলের স্বাস্থ্য থেকে ত্বকের জৌলুস কীভাবে ধরে রাখবেন দোলের আগে , রইল তার সহজ টিপস।

দোলের আগে এবং আবহাওয়া পরিবর্তনের সময় প্রত্যেকেরই ত্বক শুষ্ক হয়ে যায়। এছাড়াও ত্বক থেকে ছাল ওঠা এটা একটি বড় সমস্যা। এই সমস্যায় অনেকেই ভুগে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভীষণ কার্যকরী অলিভ অয়েল। হাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে সারা মুখে ঘষে নিন। তারপর কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর দেখবেন ত্বকের আলগা চামড়াগুলো এমনিতেই উঠে গেছে। এরপর আপনার যেমন ইচ্ছা মেকআপ করে নিতে পারেন।

অলিভ অয়েল নিয়মিতভাবে মাথায় ব্যবহার করলে খুসকি, চুল পড়ার মতো শীতকালীন সমস্যা থেকে অনায়াসেই মুক্তি পাওয়া যায়। শ্যাম্পু করার কিছুক্ষণ আগে বা আগের দিন অলিভ অয়েল গরম করে ভাল করে সারা মাথায় ম্যাসাজ করুন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের উজ্জ্বলতা ফিরে আসবে।

অলিভ অয়েলের সঙ্গে বেসন, টকদই, লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে সারা গায়ে মাখলে ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে আসবে। দোল খেলার আগে মুখে ভাল করে ক্রিম মেখে নিন। চাইলে সানস্ক্রিনও লাগাতে পারেন।
কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে ভাল করে ঠোঁটে মেখে নিন। যা বাজারচলতি লিপবামের থেকে অনেক বেশি কার্যকরী।

তাই আর দেরী না করে আজ থেকেই অলিভ অয়েল লাগানো শুরু করুন। আর ঘরোয়া এই তেল দিয়েই নিজেকে সুন্দর করে তুলুন।

সবার দোল ভালো কাটুক।
সুস্থ থাকুন সুন্দর থাকুন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com