Logo
logo

বিউটি ও ফ্যাশন

শ্রীমতীর রূপটান

গরম মানেই প্যাচপেচে ওয়েদার। ঘরে বাইরে সব জায়গাতেই যেন অস্বস্তিকর পরিবেশ। তবে এই গরমে সব থেকে বেশি সমস্যা হল ত্বক নিয়ে। প্রখর দাবদাহে যেমন শরীর অসুস্থ হয়ে পড়ে তেমনই এই সময়ে ত্বকের সঠিক পরিচর্যা না করলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক এই গরমে তাঁদের সমস্যা আরও বেশি।
কারণ, শীত, গ্রীষ্ম বা বর্ষা যে ঋতুই হোক না কেন প্রায় প্রতিদিনই নানারকম কাজে কমবেশি সবাইকে বাইরে বেরোতে হয়। আর এই গরমে বাইরে বেরোনোর সময় সুতির পোষাক, স্ক্যার্ফ বা সানগ্লাস যে যথেষ্ট নয় তা বলাই বাহুল্য। ফলে এই অসহ্যকর গরমের দিনগুলিতে নিজেকে ভিতর থেকে রিফ্রেশ রাখতে একটু নিজের মতো করে সময় বের করে রুপচর্চা করাও জরুরি।
তবে শুধু গরমকালেই নয়, কয়েকটি নিয়ম মেনে চলতে পারলে সারা বছরই এড়ানো যায় ত্বকের নানা রকম সমস্যা। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গরমে ত্বক ভালো রাখার টিপসগুলি..

১. সানস্ক্রীন:
শীত, গ্রীষ্ম, বর্ষা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়ি থেকে বেরোনোর সময় সানস্ক্রীনেই থাকুক ভরসা। কারণ, এই সানস্ক্রীন সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। এছাড়াও অতিরিক্ত গরমে খোসপাঁচড়া, চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি দেবে আপনার ত্বকের জন্য উপযুক্ত সানস্ক্রীন।

২. ফেসওয়াশ:
এই গরমে মুখের ত্বককে রিফ্রেশ রাখতে নানারকম ফ্রুট ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।

৩. ফেসস্ক্র‍্যাব:
এই গরমে মুখের মরা কোষ, জীবাণু, বা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সপ্তাহে অন্তত একটা দিন রাতে ভালো ফেসস্ক্র‍্যাব লাগিতে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ পরিস্কার করে ফেলুন।

৪. ময়েশ্চারাইজার:
শুধু শীতকালে নয়, গরমেও ত্বকের যত্ন নিতে স্নানের পর বা রাতে শোওয়ার আগে ভালো করে ময়েশ্চারাইজার দিতে ত্বক ম্যাসাজ করে ঘুমাতে যান। দেখবেন গরমে নির্জীব প্রানহীন ত্বক কেমন গ্লো দেবে।

তাহলে আর দেরি কেন, আজ থেকেই শুরু করে দিন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com