Logo
logo

সাহিত্য / কবিতা

বিশ্বকবির বন্দনা

তুমি রবীন্দ্রনাথ ঠাকুর,
সাহিত্যে, কাব্যে, তোমার প্রতিভা নিয়ে তুমি যে নোবেল জয়ী,
তুমি যে বাঙালির গর্ব, তুমি যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কবি।
প্রণমি তোমার চরণে শতকোটি।
তুমি বাঙালির কবি, আমাদের মননে, চেতনে, সর্বত্রই তোমার ছবি, বিশ্বজুড়ে আজ তোমার স্মৃতি নিয়ে বাঙালির চিন্তাধারা অমলিন।
আজ মানব জাতি গর্বিত বটে রবীন্দ্রনাথের সাহিত্য চেতনায়,
তোমার সৃষ্ট সংগীত ও কবিতায় বাঙালির চিত্ত উচ্ছ্বসিত।
তুমি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
বাঙালির হৃদয় জয় করে তুমি আজ বিদেশেও খ্যাতিময়।
গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সেও তোমারই সৃষ্টি,
বিশ্বের হাত ধরে সে আজ নোবেল জয়ী।
তুমি গীতিকাব্যে, তুমি নৃত্যনাট্যে, তুমি উপন্যাসে, ছোটগল্পে,
বাঙালির চিত্তে তুমিই রবীন্দ্রময়।
আবেগে ভেসে তোমারই সৃষ্টিতে গেয়ে উঠি সেই গান,
"সখী ভাবনা কাহারে বলে",
শীত, বসন্তে তোমারই গানে আন্দোলিত হয় আমাদের শরীর-মন,
তুমিই তো লিখেছিলে বিখ্যাত সেই গান, "কৃষ্ণকলি আমি তারেই বলি"।
আবার তোমার সৃষ্টিতেই প্রণয়ে জাগরণে গেয়ে উঠি, "আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে..."
তুমি যে রবির বিকিরণ,
তোমার প্রতিভার বহ্নিশিখার তাপে আমরা উত্তপ্ত,
সাহিত্যে তোমার প্রতিভার দীপ্তি,
তুমিই যে বাঙালির শ্রেষ্ঠ কবি।
আজও তুমি নশ্বর, শুধু তোমার দেহই হয়েছে বিলীন,
তবুও তোমার সাহিত্যের সুবাস ছড়িয়ে
আমাদের কাছে রয়েছ তুমি অমলিন।
তুমিই যে বিশ্বজয়ী বিশ্ব কবি,
বাঙালির কবি, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর,
তোমার চরণে জানাই প্রণাম শত কোটি।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com