Logo
logo

সাহিত্য / কবিতা

স্বাধীনতা আজ হারিয়ে গেছে

স্বাধীনতা,
আজ কোথায় গেছে?
হারিয়ে গেছে মনুষত্ব,
বিক্রি হয়েছে বিবেক।
কেউ তো আজ নইকো স্বাধীন।
পরাধীনতায় ভুগছি মোরা
বাচ্চা থেকে বুড়া।
অন্যায়ের নেইকো বিচার
ভালো মানুষ অন্ধকারে,
খারাপ মানুষ অট্টহাঁসে
আলোর ধারে বুক ফুলিয়ে।
৭৮রে দিলো পা
স্বাধীন নাকি ভারতবাসী?
মোটেই মোরা স্বাধীন নয়।
আমরা যদি স্বাধীন হতাম
অন্ধকারে কি পেতাম ভয়?
যখন আমরা ঘোর বিপদে
দেশের রাজা নেইকো পাশে।
আমরা যদি স্বাধীন হতাম,
তাহলে আজকে বিচার পেতাম।
যে দেশে আট থেকে আশি
কেউ পরেনা বাদ,
প্রতি নিয়ত হচ্ছে খুন, হচ্ছে ধর্ষণ
নেইকো প্রতিবাদ।।
যে দেশে নেইকো কোনো মেয়েদের নিরাপত্তা।
স্কুলে, অফিসে, কলেজে
এমনকি হসপিটালেও কোনো নিরাপত্তা নেই।
নিরাপত্তা নেই রাস্তা ঘাটে
ট্রামে ট্রেনে অটো বাসে।
সে দেশেই আমরা বাস করি।
আমরা কি আদেও স্বাধীন?
যে মেয়েটা শশুরবাড়ী অত্যাচারে চক্ষুজলে।
যে মেয়েটা কলেজে মাঠে নিজেকে নিয়ে যুদ্ধ করে।
কেউ তো আবার শ্লীলতাহানি হয়ে ও চুপটি করে গুমরে মরে।।
কারোর বাবা রক্তাক্ত দেহ নিয়ে যুদ্ধ করে।
বিচার চাই বিচার চাই চিৎকার স্বরে মশাল ধরে।।
মোটেও মোরা স্বাধীন নই।
এই দেশেতে নিজেকে নিয়ে যুদ্ধ করে বাঁচতে হয়।।
পূর্ব পুরুষের রক্ত ঝরে হয়েছিল ভারত স্বাধীন।
সাধারণ মানুষ আমরা তবুও আজ পরাধীন।
এমন একটা ভোর আসুক।
হ্যাঁ, এমন একটা ভোর আসুক
থাকবে না আর ভয়।
বুক ফুলিয়ে চলবো মোরা ভয়কে করে জয়।।
এমন একটা ভোর আসুক
রাতের অন্ধকারে রাস্তায় বের হতে পাবনা আমরা ভয়।
নির্দ্বিধায় হাঁটবো মোরা ভয় কে করে জয়।।
এমন একটা ভোর আসুক
আমাদের দুঃখ গ্লানি মুছে যাক।
মা বোনেরা হাঁসুখ এবার
ধর্ষকেরা শাস্তি পাক।।
স্কুল কলেজ হোক সুরক্ষিত।
কর্ম স্থানে কোনো ভয় না হোক,
পিশাচিরা এবার হোক নত।।
পরাধীনতার শিকল ছিঁড়ে
গলা উঁচিয়ে চিৎকার স্বরে
একসুরে যেন বলতে পারি
আজকে আমরা স্বাধীন।।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com